সিরকা -বা- সির্কা
আরবি শব্দ (خل) খল বা সিরকা হল এক ধরনের তরল পানীয় ।
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “ সির্কা (টক ও ঝাঁঝযুক্ত) পানীয় উত্তম তরকারী “ (ইবনে মাজাহ, হাদীছ শরীফ নং-১/৩৩১৬)
উসমান ইবন আবী শায়বা (রহঃ) জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “উত্তম তরকারি হলো সির্কা বা আচার” (সুনান আবূ দাউদ অধ্যায়ঃ ২১/ খাদ্যদ্রব্য (كتاب الأطعمة) হাদীছ শরীফ নং-১/৩৭৭৭) (ইসলামিক ফাউন্ডেশন)
উম্মু সা’দ (রাঃ) বলেন, “ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা (রাঃ) র নিকট আসলেন। আমি তখন তার কাছে উপস্থিত ছিলাম। তিনি বলেন “ সকালের নাস্তা আছে কি? ” তিনি বলেন, আমাদের নিকট রুটি, খেজুর ও সির্কা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সির্কা উত্তম তরকারী। হে আল্লাহ! সির্কায় বরকত দান করুন, কারণ তা ছিল আমার পূর্বকালের নবীগণের তরকারী। যে ঘরে সির্কা আছে সে ঘরে কখনও তরকারীর অভাব হয় না”। (ইবনে মাজাহ শরীফ: হাদীছ শরীফ নং-৩৩১৮)
মুহাম্মদ বিন কাসিম যখন ভারত উপমহাদেশে আগমন করেন তখন উনার সঙ্গে করে সিরকা নিয়ে আসেন ।
সিরকা অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) ও পানির মিশ্রণে তৈরি। বিভিন্ন ফলের রস চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিটিক অ্যাসিডের তরলে পরিণত করা হয়। উক্ত তরলে ইথানল দ্রবীভূত হয়ে সিরকায় রূপান্তরিত হয়। কিংবা নির্দিষ্ট ব্যাকটেরিয়া ব্যবহার করেও এটি প্রস্তুত করা হয়। রান্না, চিকিৎসা, রূপচর্চা, বিভিন্ন গৃহস্থালি প্রয়োজনে কিংবা কোনো কিছু পরিষ্কার বা জীবানু মুক্ত করা ইত্যাদি বহুবিধ ক্ষেত্রে সিরকার স্বার্থক প্রয়োগ ঘটেছে। সিরকার অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে । ১ টেবিল চামচ সিরকায় আছে -
০.৯ গ্রাম শর্করা
০.৯ মিলিগ্রাম ক্যালসিয়াম
০.১ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম
আমাদের প্রাত্যহিক জীবনের নানান রান্নায় সিরকা ব্যবহৃত হয়। আচার কিংবা সালাদ বানানো ইত্যাদি অনেক কিছুতেই সিরকা ব্যবহার করা হয় অহরহ। আমাদের দেশে সাধারণত রান্নায় সাদা সিরকা বেশি ব্যবহার করা হয় । রান্নার সিরকায় এসিডের পরিমান বেশি থাকে তাই চিকিৎসা ক্ষেত্রে রান্নার সিরকা ব্যবহার করলে উপকারের থেকে ক্ষতির সম্বাবনা বেশি থাকে ।