কালোজিরার তেল
মহান আল্লাহ প্রকৃতিতে মানুষদের জন্য অসাধারণ নেয়ামত রেখেছেন। অতি প্রাচীনকাল থেকে প্রকৃতির মধ্যে থাকা বিভিন্ন উদ্ভিদ, লতা-পাতা, বীজ মানুষের নানা উপকারে ব্যবহার হয়ে এসেছে। কালিজিরা তেমনই একটি উপকারী বীজ। এটি রান্নায় গুরুত্বপূর্ণ মসলা এবং স্বাস্থ্যগত সমস্যায় মহষৌধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। কালিজিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের প্রতিষেধক বলা হয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাদিসও আছে তিনি বলেছেন:-“তোমরা কালিজিরা ব্যবহার করবে, কেনোনা এতে মৃত্যু ব্যতীত সকল রোগের প্রতিষেধক রয়েছে ” ( সহিহ বুখারী )
কালিজিরার মধ্যে ১০০ টিরও বেশি পুষ্টি উপাদান রয়েছে । এতে রয়েছে প্রায় :- ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা, ৩৫ শতাংশ ভেষজ তেল এবং চর্বি এবং লৌহের মতো গুরুত্বপুর্ন পুষ্টি উপাদান। এতে আরো রয়েছে :- লিনোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, স্টিয়ারিক, অ্যাসিড, প্রোটিন, নিজেলিনপটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়ামসোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিংক, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, ভিটামিন বি-৩, কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক। মস্তিস্কের রক্ত সঞ্চলন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। প্রাত্যহিক জীবনে কালিজিরা গ্রহণের মাধ্যমে নানাবিধ জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মহষৌধি গুণে সমৃদ্ধ কালিজিরার তেল বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়।